ঢাকা: করোনা মহামারির কারণে পুঁজিবাজারে লেনদেনের সময় একাধিকবার পরিবর্তন হয়েছে। তবে, সোমবার (৩১ মে) থেকে পুঁজিবাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার সকাল সকাল ১০টা-দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত চলবে।
রোববার (৩০ মে) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ সময় প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পযর্ন্ত চালু থাকবে।
করোনা কারণে একাধিকবার সময় পরিবর্তন হয় পুঁজিবাজারে। সর্বশেষ গত কয়েকদিন ধরে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসএমএকে/এএটি