ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ৭, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৫ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ৪০ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকার লেনদেন হয়েছে।  

যা আগের কার্যদিবসের চেয়ে ৫ কোটি টাকা কম।

আগের কার্যদিবসে ডিএসই ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির ৪৫ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৪২ লাখ টাকার আল আরাফাহ ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

এছাড়া ব্লক মার্কেটে বিডি থাই, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, ম্যাকসন্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, প্রাইমটেক্স, সালভো কেমিক্যাল, এসকে ট্রিমস, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টিল এবং ওয়ালটন হাইটেকের শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।