ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসির ৬৯ কর্মকর্তা ও কর্মচারীর পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
বিএসইসির ৬৯ কর্মকর্তা ও কর্মচারীর পদোন্নতি

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনে (বিএসইসি) কর্মরত ৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীর পদোন্নতি পেয়েছেন।

বুধবার (৩০ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৯ জুন) বিএসইসির সহকারী পরিচালক জালাল উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

তিনি আরো বলেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পরিচালক থেকে নির্বাহী পরিচালক হয়েছেন ৩ জন, যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক হয়েছেন ১৯ জন, সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক হয়েছেন ২৬ জন, ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী পরিচালক হয়েছেন ১৬ জন। এছাড়া সিনিয়র লাইব্রেরিয়ান ১ জন, হিসাব রক্ষক অফিসার ১ জন, সহকারী হিসাব রক্ষক অফিসার ১ জন, ব্যক্তিগত কর্মকর্তা হয়েছেন ১ জন এবং স্টাফ রাইডার পদে পদোন্নতি হয়েছেন ১ জনের বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।