ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউনেও খোলা থাকবে দেশের পুঁজিবাজার। এসময় পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
বুধবার (৩০ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
রেজাউল করিম বলেন, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখছে বাংলাদেশ ব্যাংক। তাই বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে। লকডাউনেও শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
এই সময়ের বাইরে ১৫ মিনিট প্রি ও পোস্ট ক্লোজিং থাকছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এসএমএকে/এএ