ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাংলাদেশ ব্যাংক শুক্র ও শনিবারের সঙ্গে রোববারও সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে রোববার পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
বুধবার (৩০ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লকডাউনে প্রতি রোববার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে রোববার পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
কঠোর লকডাউনে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে প্রতি রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এসএমএকে/এমজেএফ