ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৬৪ কোটি টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৬৪ কোটি টাকা 

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৪ কোটি টাকা কম।

আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ১১২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে আল আরাফাহ ব্যাংক। কোম্পানিটির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ১২ লাখ ৬৬ হাজার টাকার ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।