ঢাকা: কঠোর ‘লকডাউনের’ মধ্যেও ঈদ পরবর্তী ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগামী রোববার (২৫ জুলাই) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে।
শনিবার (২৪ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী রোববার থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ দুপুর সাড়ে ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।
ইতোমধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি জানিয়ে দিয়েছে কমিশন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসএমএকে/আরবি