ঢাকা: মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জুলাই) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ৪০১ ও দুই হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৩৬৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৩৫৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টি কোম্পানি কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ার, অ্যাকটিভ ফাইন, বিএটিবিসি, ফার ক্যামিক্যাল, ফুওয়াং সিরামিক, ম্যাকসন স্পিনিং, রহিমা ফুড ও আমান ফিড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৫৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
বৃহস্পতিবার সিএসইতে ৪৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২১ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৬৮ লাখ টাকার।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসএমএকে/এসআইএস