ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

খুলনার বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে পুঁজিবাজারে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
খুলনার বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে  পুঁজিবাজারে 

খুলনা: চাঙা প্রবণতায় পুঁজিবাজার। প্রতি সপ্তাহেই রেকর্ডের পর রেকর্ড গড়ছে বাজার।

এমন পরিস্থিতিতে খুলনায় নতুন বিনিয়োগকারী ডুকছেন পুঁজিবাজারে। পাশাপাশি পুরোনো বিনিয়োগকারীরা খোয়া যাওয়া অর্থ ফিরে পাওয়ার আশায় সক্রিয় হচ্ছেন বাজারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি সময়ের বাজারে ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন এসেছে। যারাই অনিয়ম করার চেষ্টা করছে তাদের কড়া শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ছে।

বাজার ভালো থাকায় যেসব বিনিয়োগকারী বাজারবিমুখ হয়ে পড়েছিলেন, তাদের অনেকে নতুন করে শেয়ার কিনছেন। পাশাপাশি কিছু নতুন বিনিয়োগকারীও বাজারে প্রবেশ করছেন বলে জানিয়েছেন সিকিউরিটিজ হাউসের কর্মকর্তারা।

খুলনার ১৮টি সিকিউরিটিজ হাউসের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) আইল্যান্ড সিকিউরিটিজ হাউসের খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা বাংলানিউজকে বলেন, সার্বিক দিক দিয়ে বাজার এখন বিনিয়োগকারীদের অনুকূলে রয়েছে। যে কারণে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা বাজারে আসতে শুরু করেছেন। সঙ্গে সঙ্গে নতুন বিনিয়োগকারীও আসছেন। ফলে, বাজারে নতুন অর্থ ঢুকছে।

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড সিনিয়র অফিসার রুবায়েত রুবেল বাংলানিউজকে বলেন, পুঁজিবাজারে চাঙাভাব রয়েছে। এতে বিনিয়োগকারীদেরও আস্থা আরও শক্তিশালী হচ্ছে। প্রতিদিন বাড়ছে লেনদেন, বাড়ছে গড় সূচক, বাড়ছে বিনিয়েগকারীদের প্রবেশ।  

সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, পুঁজিবাজার সুদিনের হাতছানি দিচ্ছে। আশা করি এবার আর নিরাশ হবো না।


বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমআরএম/এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।