ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১১ সেপ্টেম্বর) রূপালী ব্যাংককে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিএসইসি।

গত ২৮ এপ্রিল রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। তবে ব্যাংকটির ঘোষিত বোনাস লভ্যাংশ দেওয়ার  প্রস্তাবটি বাতিল করে বিএসইসি। বিএসইসির আপত্তির কারণে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস লভ্যাংশ পরিবর্তন করে নগদ লভ্যাংশে রূপান্তর করা হয়।

পরবর্তীতে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ করে ব্যাংকটি। কিন্তু এখন সেই নগদ লভ্যাংশ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে লভ্যাংশ ঘোষণা নিয়ে বিপাকে পড়েছে ব্যাংকটি। এ অবস্থায় বিএসইসি নতুন করে নগদ লভ্যাংশ দেওয়ার পরিবর্তে বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা,সেপ্টেম্বর ১২, ২০২২
এসএমএকে/এমএমওজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।