ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুর রুটে বিমানের নতুন এয়ারক্রাফট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুন ৮, ২০১৫
সিঙ্গাপুর রুটে বিমানের নতুন এয়ারক্রাফট সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুর রুটে বিমানের নতুন বোয়িং (৭৩৭-৮০০) পরিচালনা করার ঘোষণা দিয়েছেন বিমানের বোর্ড চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ।

সম্প্রতি সিঙ্গাপুরের হিলটন হোটেলের গ্রান্ড বলরুমে বিমান বাংলাদেশ ‘এয়ারলাইন্সের এজেন্ট এওয়ার্ড নাইট-২০১৫’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।



অনুষ্ঠানে বিক্রয় অবদানের জন্য ৫টি এজেন্টকে সম্মননা দেওয়া হয়। তাদের হাতে সম্মননা তুলে দেন বিমানের বোর্ড চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ।

এসময় আরো বক্তব্য রাখেন, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিমানের কান্ট্রি ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।

অনুষ্ঠানে চাংগি এয়ারপোর্ট কর্তৃপক্ষ, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি, সিঙ্গাপুরে বিভিন্ন সংগঠনের নেতারাসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষে র‌্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে বিমান সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনা করছে। এটি বিমানের অন্যতম লাভজনক রুট।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসএইচ     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ