সিঙ্গাপুর: আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিঙ্গাপুরের জাতীয় সংসদ নির্বাচন।
দীর্ঘ প্রায় এক বছর ধরে অনেক জল্পনা-কল্পনার পর প্রেসিডেন্ট টনি ট্যান ২৫ আগস্ট (মঙ্গলবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণার পর সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লী সিয়েন লুং তাঁর ফেসবুক পেজে নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন – “সিঙ্গাপুরের জন্মের পর ইতিমধ্যে ৫০ বছর পার হয়ে গেছে। এখন আপনারা এই দেশের জন্য আগামী পাঁচ বছরের নেতা নির্বাচিত করবেন। তবে সেই নেতৃত্ব এমন হতে হবে, যেন তা আরও ৫০ বছরের উন্নয়নের দিক নির্দেশনা সৃষ্টি করে। ”
সিঙ্গাপুরের পিপলস্ একশন পার্টি (পি.এ.পি) নেতা লী সিয়েন লুং ২০০৪ সাল থেকে পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সফলভাবে দেশ পরিচালনা করে আসছেন। গত ২০১১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল ৮৭টি আসনের মধ্যে ৮১টি তে জয়লাভ করে।
এবারের নির্বাচনে সিঙ্গাপুরের প্রায় ২৫ লাখ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
পিসি