ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে ট্রাক চাপায় ২ বাংলাদেশি শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
সিঙ্গাপুরে ট্রাক চাপায় ২ বাংলাদেশি শ্রমিক নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরের মান্দাই এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

দেশটির সিভিল ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় দুপুর ১টার দিকে লরং লাদা হিতাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজনের আনুমানিক বয়স ৩৬ এবং অপরজনের ৪৭ বছর। তারা নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরের খাবার শেষে তারা দুইজন নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে ৩৫ বছর বয়সী একজন মারা যান। এ সময় অপরজনকে উদ্ধার করে ‘খো টেক পুয়াত’ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে এ ঘটনায়, ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬/আপডেট: ১৮১৩
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ