ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইংল্যান্ড-স্কটল্যান্ড ফুটবল ম্যাচের ১৫০তম বার্ষিকী উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
ইংল্যান্ড-স্কটল্যান্ড ফুটবল ম্যাচের ১৫০তম বার্ষিকী উদযাপন

ঢাকা: ১৮৭২ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের দুইটি দেশ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ১৫০তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন৷ 

বুধবার (৩০ নভেম্বর) হাইকমিশন দিবসটি উপলক্ষে একটি ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের আয়োজন করে।

ঢাকায় আয়োজিত এই ম্যাচে ইংল্যান্ড-স্কটল্যান্ডের প্রতিনিধিত্বকারী ব্রিটিশ ও বাঙালি কর্মীদের নিয়ে দলগুলো গঠিত হয়।

এছাড়াও এই উদযাপন বার্ষিকী সেন্ট অ্যান্ড্রু দিবসে পড়েছে, যা স্কটল্যান্ডের পৃষ্ঠপোষক সেন্টকে স্মরণ করে।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল বলেন, আমি ফুটবলের একজন বড় ভক্ত। আমি আনন্দিত যে আমরা এভাবে আন্তর্জাতিক ফুটবল শুরুর কথা স্মরণ করছি। যুক্তরাজ্যের ফুটবল বিশ্বব্যাপী সবদিক থেকেই কল্পনা করা যায়। আমাদের জাতীয় লীগে বিশ্বের সব জায়গার খেলোয়াড় অন্তর্ভুক্ত থাকে। এখানে বাংলাদেশসহ সারা বিশ্বের ভক্তরাও অনুসরণ করে। জাতি, লিঙ্গ, সংস্কৃতি, জাতীয়তা, বয়স নির্বিশেষে মানুষকে একত্রিত করার ক্ষমতা ফুটবলের রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।