তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে হাতে চোট পেয়েছিলেন। খেলতে পারেননি শেষ ম্যাচে।
রোহিতের বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। রোববার অনুশীলনেও বেশ সিরিয়াস দেখা গেছে তাকে। শুভমন গিলের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামতে পারেন তিনি।
এছাড়া অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা আর পেস তারকা মোহাম্মদ শামি পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন। এই দুজনের বদলে ভারতীয় দলে এসেছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার। এছাড়া টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার জয়দেব উনাদকাটকে।
আজ রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্বিতীয় ম্যাচে রোহিত খেলবেন কি না এ ব্যাপারে এখন অবধি কিছু জানায়নি বিসিসিআই।
চট্টগ্রাম টেস্টে রোহিতের জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। শেষ ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন তিনি। আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এমএইচবি/এমএইচএস