ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

পর্তুগালের কোচের পদ থেকে সরে গেলেন সান্তোস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
পর্তুগালের কোচের পদ থেকে সরে গেলেন সান্তোস

পর্তুগালের কোচের পদ থেকে সরে গেলেন ফের্নান্দো সান্তোস। এর মধ্য দিয়ে দলটির সঙ্গে তার আট বছরের সম্পর্কের ইতি ঘটল।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে দেশটির বিদায়ের পর অনেকটা চাপেই দায়িত্ব ছাড়লেন কোচ ফের্নান্দো সান্তোস।  

বৃহস্পতিবার পর্তুগাল ফুটবল ফেডারেশনের দেওয়া বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

কোয়ার্টার ফাইনালে গত শনিবার মরক্কোর কাছে ১-০ গোলে হারে পর্তুগাল। শেষ ষোলোর পর ওই ম্যাচেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে বদলি হিসেবে নামান কোচ সান্তোস। ম্যাচের কৌশল নিয়ে তীব্র সমালোচনায় পড়তে হয় তাকে।

সান্তোস ২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব পান। তার সময়েই ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-১৯ মৌসুমে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল।

সব মিলিয়ে সান্তোসের অধীনে পর্তুগাল খেলেছে ১০৯ ম্যাচ। এর মধ্যে জয় ৬৭, ড্র ২৩ ও হার ১৯ ম্যাচে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।