ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

ছবিতে মেসির বিশ্বকাপ জয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ছবিতে মেসির বিশ্বকাপ জয়

লিওনেল মেসি। তিনি নাকি ভিনগ্রহের কেউ! তিনি নাকি আবার বিশাল আকাশের ধ্রুবতারা! তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না।

মাঠে নাকি বল পায়ে তিনি অধরা! আসলেই কি তাই? হ্যাঁ, আসলেই তাই।

অনেকের কাছে এই আর্জেন্টাইন খেলোয়াড় ছিলেন রাজা, কিন্তু মুকুটহীন। যার কারণ ছিল মাত্র একটি অপূর্ণতা, বিশ্বকাপ! এবার সেই অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিলেন সর্বকালের সেরা এই ফুটবলার।

গতকাল মেসির সেই পূর্ণতার সাক্ষী হলো লুসাইলের আইকনিক স্টেডিয়াম। বিশ্বকাপে চুমু খেয়েছেন মেসি। মিটেছে তার সাধ।

সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি। গত বছর জিতেছেন কোপা আমেরিকা। এবার জিতলেন বিশ্বকাপ। গতকাল যেন সব অর্জন একসঙ্গে উদযাপন করেছেন। আবেগি হয়েছেন, হেসেছেন, কেঁদেছেন আনন্দের কান্না।

নিজের ফুটবল জীবনে রাজা, জাদুকর, সর্বকালের সেরা-সহ নানা উপাধি বহুবার শুনেছেন মেসি। ফ্রান্সের বিপক্ষে এবারের জয়ে এই খেতাবগুলো মূল্য পেল আর্জেন্টাইন এই মহাতারকার কাছে।

বিশ্বকাপ জেতার পর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। তবে এটাই হতে পারে আর্জেন্টিনার জার্সি গায়ে তার শেষ বিশ্বকাপ। যদিও কোচ স্কালোনি আগামী বিশ্বকাপেও তাকে মাঠে দেখতে চেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।