ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ম্যাচ জিতিয়ে রনি, ‘রংপুরের ফ্যাসিলিটিজ অসাধারণ’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ম্যাচ জিতিয়ে রনি, ‘রংপুরের ফ্যাসিলিটিজ অসাধারণ’ ছবি: শোয়েব মিথুন

ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু করেছে রংপুর রাইডার্স। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করে দলকে উড়ন্ত শুরু এনে দেন রনি তালুকদার।

জায়গা করে নিয়েছেন রেকর্ডবুকেও।

বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন রনি। ম্যাচসেরার পুরস্কারও অনুমিতভাবেই পেয়েছেন তিনি। এরপর এসেছিলেন সংবাদ সম্মেলনে। রংপুরের ফ্যাসিলিটিজের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিকে।

রনি বলেন, ‘এক কথায় বললে অসাধারণ। নিজেদের মাঠ, কোনো লিমিটেশন ছিল না; যেটা আপনি বললেন। যখন খুশি তখন মন মতো ব্যাটিং করতে পারছি, ফিল্ডিং করেছি; এটা আমাদের ওপর নির্ভর করেছে। এত সুন্দর ফ্যাসিলিটিজ বাংলাদেশে আর কোথাও নাই, আমি দেখি নাই। একটা দল নিজেদের মাঠে ইচ্ছে মতো অনুশীলন করছে, এটা সত্যিই অসাধারণ। রংপুরকে ধন্যবাদ দিতেই হবে। ’

ম্যাচে কী পরিকল্পনা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘একটা ক্রিকেটারের যে পরিকল্পনা থাকে, ওটা করেই নেমেছি। শুরুটা যেমন ভালো হয়েছে, দোয়া করবেন যেন শেষটাও করতে পারি। ’

নিজের রেকর্ড গড়া নিয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আজকেই শুনলাম যে, এটা দ্রুততম হাফ সেঞ্চুরি। খুব ভালো লেগেছে। আমার দল আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে। কোচ, অধিনায়ক স্বাধীনতা এতটা দিয়েছে যে, প্রথম পাওয়ার প্লে আমি আমার মতো করে খেলবো। ’

এদিন কুমিল্লার বিপক্ষে ৩৪ রানের জয় পায় রংপুর। যে ম্যাচে ৩১ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রনি তালুকদার।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এমএইচবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।