ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 

এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল।

আগামীকাল (১২ জানুয়ারি) শিরোপার জন্য খেলবে মামুনুর রশীদের শিষ্যরা। এছাড়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার মাধ্যমে বাংলাদেশ যুব এশিয়া কাপও নিশ্চিত করেছে।  

বাংলাদেশ সবকটি গোলই করেছে শেষ কোয়ার্টারে। ৪৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মো. জীবন। ৫৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন মো. হোসাইন। দুই মিনিট পর মো. হাসান গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও উজবেকিস্তান। এই ম্যাচে স্বাগতিক ওমানই ফেভারিট। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় শিরোপার জন্য নামবে লাল-সবুজের দল।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।