ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আগামীকাল থেকে শুরু বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপ 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আগামীকাল থেকে শুরু বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপ 

সাভাতে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) থেকে ঢাকার পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। এবারের আসরে কাজমি বাংলাদেশ এবং যশোর অ্যান্ড এ্যাসোসিয়েটস সহ-পৃষ্ঠপোষক হিসেবে আছে।

চ্যাম্পিয়নশিপে ২১টি জেলা, ৩টি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার প্রায় ৫৫০ পুরুষ-নারী খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেবেন। এই প্রতিযোগিতার মাধ্যমে ৯ মেধাবী-প্রতিশ্রুতিশীল সাভাতে খেলোয়াড়কে বাছাই করে পরবর্তীতে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে।  

দুটি ক্যাটাগরির মোট ৪৮ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে ইয়ুথ এ্যাসোট (১৩-১৭ বয়স), অন্যটি সিনিয়র অ্যাসোট অ্যান্ড কমব্যাট (১৮+ বয়স)। মোট ১৯২ পদকের মধ্যে রয়েছে ৪৮ স্বর্ণ, ৪৮ রৌপ্য ও ৯৬ ব্রোঞ্জপদক।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।