ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নারী দিবসে দিয়ার স্বর্ণ জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
নারী দিবসে দিয়ার স্বর্ণ জয়

আজ (৮ মার্চ) বিশ্ব নারী দিবস। দিবসটি উপলক্ষে নারীদের নিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৩’ আয়োজন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

 

আজ টঙ্গীতে অবস্থিত আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ক্যাটাগরি ‘ক’-তে রিকার্ভ একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের দিয়া সিদ্দিকী। একই ইভেন্টে সিলভার পদক লাভ করেন বিকেএসপির উম্মেচিং মারমা এবং ব্রোঞ্জ পদক গেছে একই প্রতিষ্ঠানের ফামিদা সুলতানা নিশার দখলে।  

এদিকে কম্পাউন্ড একক ইভেন্টে স্বর্ণ জয় করেছেন বাংলাদেশ আনসারের বন্যা আক্তার ও সিলভার জিতেছেন আর্মি আর্চারি ক্লাবের সুস্মিতা বনিক এবং ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন বিকেএসপির পুস্পিতা জামান।  

ক্যাটাগরি-‘খ’ তে রিকার্ভ একক ইভেন্টে মনিরা আক্তার (বিকেএসপি) গোল্ড, উর্মি খাতুন (বিকেএসপি) সিলভার ও খুর্শিদ জাহান (বিকেএসপি) ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন। একই ক্যাটাগরিতে কম্পাউন্ড একক ইভেন্টে ঝর্ণা খাতুন (আর্মি আরচ্যারী ক্লাব) গোল্ড, কুলছুম আরা খাতুন (বিকেএসপি) সিলভার ও উম্মে হাবিবা অনন্যা (বিকেএসপি) ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীমা সাত্তার মিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারহাদ জেসমিন লিটি।  

এ সময় উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর চেয়ারম্যান এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।