ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শেখ কামাল জাতীয় ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
শেখ কামাল জাতীয় ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

পঞ্চম শেখ কামাল জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩টি স্বর্ণপদক, ২টি রৌপ্য পদক এবং ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রথম রানার্সআপ হয়েছে। আর আনসার ও ভিডিপি ২টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান।

এছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।