ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হকি ঢাকার পাঁচে পাঁচ 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
হকি ঢাকার পাঁচে পাঁচ 

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আজ (২৪ মার্চ) শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।  

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় হকি ঢাকা ইউনাইটেড।

যাদের প্রতিপক্ষ ছিল ব্যাচেলরস এসসি। ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে হকি ঢাকা। এ জয়ের মধ্য দিয়ে লিগে টানা পঞ্চম ম্যাচ জেতার কীর্তি গড়ল দলটি।

পয়েন্ট টেবিলে ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানও অক্ষুণ্ন রাখল হকি ঢাকা। ব্যাচেলরের বিপক্ষে ম্যাচে আজ হকি ঢাকার হয়ে আলিফ, শুভ ও লালন একটি করে গোল করেন। ব্যাচেলরের পক্ষে মেহেদী এক গোল শোধ দিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

এদিকে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ও রায়ের বাজার। ম্যাচটি ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে টার্ফ ছাড়ে মুক্ত বিহঙ্গের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।