ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ঊষা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ঊষা

এক ম্যাচ হাতে রেখেই গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঊষা ক্রীড়া চক্র।  

জিতলেই চ্যাম্পিয়ন।

এমন সমীকরণে আজ (২ এপ্রিল) রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হয় ঊষা। ম্যাচটি তারা ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতে যায়।

ভারতীয় রিক্রুট ইশরাত ইখতিদারের হ্যাটট্রিকে এই জয় পায় ঊষা। এছাড়া ঊষার হয়ে দেবাশীষ কুমার রায় জোড়া গোল করেন এবং বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। হকি ঢাকা ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করেন তাওহিদ।

খেলার ১০তম মিনিটে বাগাত সিংয়ের গোলে এগিয়ে যায় ঊষা (১-০)। এক মিনিট পর ইশরাত ইখতিদারের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে রাখতে পারেনি।

খেলার ৩৪তম মিনিটে দেবাশীষ কুমারের গোলে ৩-০ তে এগিয়ে যায় ঊষা। খেলার ৪০তম ও ৪১তম মিনিটে টানা দুই গোলে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৫-০)। ৪৪তম মিনিটে দেবাশীষ কুমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০- তে। খেলার ৫০তম মিনিটে তাওহিদের গোলে ব্যবধান ৬-১ গোলে নামিয়ে আনে হকি ঢাকা। ৫৫তম মিনিটে হাবিব হোসেন ঊষার পক্ষে সপ্তম গোল করে (৭-০) হকি ঢাকা ইউনাইটেডের কফিনে হারের শেষ পেরেকটি ঠুকে দেন।

১১ দল নিয়ে এবারের প্রথম বিভাগ লিগ শুরু হয়। লিগে প্রত্যেক দল ১০টি করে ম্যাচ খেলে। লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল ঊষা। আর নিজেদের ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে রয়েছে হকি ঢাকা ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।