ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ শুভেচ্ছা

ঈদের খুশিতে ভাসছে সবাই। চারদিকে ঈদের আনন্দ।

বাংলাদেশে আজ (২২ এপ্রিল) পালিত হচ্ছে পবিত্র ঈদুল-আজহা। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। সাধারণ মানুষের মতো ঈদ পালন করছেন তারাও। তারা তাদের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।  

নারী ফুটবলার সানজিদা আক্তার শাড়ি পরা ছবি ফেসবুকে পোস্ট করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের মায়ের কাছেই মায়ের মত শাড়ি পরেছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘গ্ৰামের ঈদ, গ্ৰামীণ পরিবেশ,মায়ের হাতের পড়ানো শাড়ী , বাসায় আমার মা এ ধরনের শাড়ী পরে, মায়ের এরকম কাপড় পড়া আমার খুব ভালো লাগে,তাই আমাকেও আজকে পরিয়ে দিতে বলছি। আহা কিযে শান্তি। ঈদ মোবারক সবাইকে। ’

স্বর্ণজয়ী আর্চার রোমান সানা এক ভিডিও বার্তায় সালাম জানিয়ে বলেছেন, ‘আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ’

অন্যদিকে তুরস্কে ঈদ পালন করছেন দেশের অন্যতম সেরা নারী আর্চার দিয়া সিদ্দিকী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। ’ দেশের বাইরে থাকায় মন খারাপ লাগছে বলে জানিয়েছেন দিয়া। দেশে সকলেই একসঙ্গে ঈদ করলেও পারিবারিক মিলনমেলার অংশ হতে না পারায় ভালো লাগছে না তার।

এবারের ঈদ মাগুরায় বাবা-মায়ের সঙ্গে পালন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে দেশের তারকা এই ক্রিকেটারকে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ছোটাছুটি এবং ইফতার করতে দেখা যায়। নিজের অফিসিয়াল ফেইসবুক পোস্টে তিনি ঈদবার্তায় বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পরিবার নিয়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন আগেই। ওমরা হজের পর সেখানেই ঈদুল ফিতর উদযাপন করেন তিনি। পরিবারসহ আরাবিয়ান ঢঙ্গের পোশাকে দেওয়া ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’

তামিম ইকবাল বলছেন, ‘উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মুবারক!’

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ তার বন্ধু ও পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন। ’

ছুটি কাটাতে গ্রামে গেছেন মেহেদী হাসান মিরাজ। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে স্পিন অলরাউন্ডার লিখেছেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক। ’

ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড রান করা এনামুল হক বিজয় মেয়ের সঙ্গে ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক সবাইকে। ’ আফিফ হোসেন ধ্রুব নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। ’ 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ‘সকল প্রিয় মানুষদের জানাই ঈদ মুবারক! আশা করি এই দিনটি আপনাদের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি আনুক। আমরা ভালোবাসা এবং ঐক্যের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করি। ’

পবিত্র মক্কায় হজ পালনের ছবি দিয়ে ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লেখেন, ‘সবাইকে ঈদ মোবারক। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ’

বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ করছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ঈদগাহে সবার সঙ্গে তোলা একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘সবাইকে সালাম ও ঈদ মোবারক। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের প্রতিদান দিক। জাজাকাল্লাহ খায়ের। ’

অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানান ক্রিকেটার মুমিনুল হকও। টেস্ট দলের সাবেক এই অধিনায়ক পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ জেলা কক্সবাজারে চলে গেছেন। ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।