ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩

পুরুষ অ্যাথলেটিকসে ত্রিমুকুট জ্যোতির্ময়ের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
পুরুষ অ্যাথলেটিকসে ত্রিমুকুট জ্যোতির্ময়ের

ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষদের অ্যাথলেটিকসে তিনটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল।  

রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো প্রথম হওয়ার গৌরব অর্জন করেন জ্যোতির্ময় মন্ডল।

এই ইভেন্টে রানার আপ হয়েছেন দৈনিক কালবেলার মাহমুদুন্নবী চঞ্চল। তৃতীয় স্থান অর্জন করেন চ্যানেল আই’য়ের তারিকুল ইসলাম মাসুম।

পুরুষ ২০০ মিটার দৌড়েও চ্যাম্পিয়ন হন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল। দ্বিতীয় হন চ্যানেল আই’য়ের তারিকুল ইসলাম মাসুম। আর তৃতীয় স্থান অর্জন করেন দৈনিক জনকন্ঠের রুমেল খান।

এদিকে পুরুষদের গোলক নিক্ষেপেও প্রথম স্থান অধিকার করেন যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল। তিনি ১২ দশমিক ৩২ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করে প্রথম হন। ১১ দশমিক ০৫ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করে দ্বিতীয় হন ফ্রিল্যান্স সাংবাদিক আজিজুল ইসলাম মামুন। তৃতীয় স্থান অধিকারী দৈনিক সংগ্রামের জাফর ইকবাল ১০ দশমিক ৫০ মিটার দূরত্বে গোলক নিক্ষেপ করেন।  

নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অধিকার করেছেন নাগরিক টিভি শাহনাজ শারমিন। আর দ্বিতীয় হয়েছেন সময় টেলিভিশনের রোজিনা রোজী এবং তৃতীয় হন বিটিভি’র শামসুন্নাহার বিনু। এরআগে, প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাবেক জাতীয় অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ মুস্তাক।

খেলা পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট, বাংলাদেশ সেনাবাহিনীর কোচ ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।