ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দুই দিনে তিন গ্র‍্যান্ডমাস্টারকে হারালেন ফাহাদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
দুই দিনে তিন গ্র‍্যান্ডমাস্টারকে হারালেন ফাহাদ

দুই দিনে টানা তিন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ রহমান। ভিয়েতনামের হ্যানয়ে দারুণ সময় কাটাচ্ছেন এই দাবাড়ু।

ছয় রাউন্ড শেষে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তিনি।  

পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টার ভো থি কিম পুংকে পরাজিত করেন।  সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইন কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির খেলায় ৬২ চালের মাথায় জয়ী হন তিনি। এ নিয়ে টানা তিনজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন ফাহাদ।

বিকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ সিঙ্গাপুরের ক্যান্ডিডেটমাস্টার ওয়ং ঝিনইয়ং জাইদেনের সাথে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইন পদ্ধতির এক্সচেঞ্জ বিশ্লেষণ ধারার খেলায় ৬১ চালের মাথায় ড্র করেন।

এর আগে গতকাল মঙ্গলবার তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে হারানোর পর চতুর্থ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ামস মিশ্রর বিপক্ষে জেতেন ফাহাদ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২৪ মে, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।