ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এবার জয় ছাড়াই দিন কাটালেন ফাহাদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এবার জয় ছাড়াই দিন কাটালেন ফাহাদ

ভিয়েতনামের হ্যানয়ে শহরে অনুষ্ঠানরত হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতা-২, মে-২০২৩ এর অষ্টম রাউন্ডের খেলা শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। আজ দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হলেও একটিতেও জয়ের মুখ দেখেননি এই দাবাড়ু।

 

ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনহ্ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আজ (বৃহস্পতিবার) সপ্তম ও অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ত্রান মিনহ্ থাংয়ের কাছে হেরে যান এবং বিকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার লেবোক এরিক জুনিয়রের সাথে ড্র করেন।
আগামীকাল (শুক্রবার) নবম ও শেষ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ লড়বেন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনহ্ এর সাথে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।