ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাংলাদেশ উশু ফেডারেশনকে ক্রীড়া সামগ্রী প্রদান করলো চীনা দূতাবাস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
বাংলাদেশ উশু ফেডারেশনকে ক্রীড়া সামগ্রী প্রদান করলো চীনা দূতাবাস

জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে আজ (২৯ মে) বিকালে চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ উশু ফেডারেশনকে ৪৬ লক্ষ টাকা ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর নিকট হতে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন।  

চীনের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতেও চীন এ দেশের ক্রীড়ার উন্নয়নে তাদের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখবে। উশু খেলার উন্নত প্রশিক্ষণ ও কোচিং বিষয়ে তাদের সহায়তা অব্যাহত রাখবে। ’

বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ,  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর উপ- মহাসচিব আশিকুর রহমান মিকু, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ২৯ মে, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।