ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জয়ের পর জোকোভিচ লিখলেন, ‘সহিংসতা বন্ধ করুন’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
জয়ের পর জোকোভিচ লিখলেন, ‘সহিংসতা বন্ধ করুন’

ম্যাচটা তখন কেবলই জিতে এসেছেন। এরপর ক্যামেরার লেন্সই খুঁজে নেওয়ার কথা নোভাক জোকোভিচকে।

সেটা তো খুঁজলোই, জোকোভিচও খুঁজলেন ক্যামেরা। এরপর তিনি লিখলেন একটি রাজনৈতিক বার্তা।

আলেকজেন্ডার কোভাসোভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) ব্যবধানে হারান সার্বিয়ান জোকোভিচ। এরপর ক্যামেরার লেন্সে তিনি লিখেছেন, ‘কসোভো সার্বিয়ার হৃদয়। সহিংসতা বন্ধ করুন। ’

দীর্ঘদিন ধরেই স্বাধীনতা ইস্যুতে সার্বিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে কসোভোর। ২০০৮ সালে তারা স্বাধীনতার ঘোষণা দেয়, কিন্তু তাদের কখনোই স্বীকৃতি দেয়নি সার্বিয়া। গত কয়েকদিন ধরে এ নিয়ে উত্তাপ ফের বেড়েছে, চলছে সহিংসতা। জোকোভিচের বাবা কসোভোয় জন্ম নিয়েছেন। এই ইস্যুতে কথা বলা তাই দায়িত্বই মনে করেন তিনি।

সার্বিয়ান সাংবাদিককে জোকোভিচ বলেছেন, ‘আমি ন্যূনতম এটাই করতে পারতাম। পাব্লিক ফিগার হিসেবে আমি দায় অনুভব করেছি- কোন ক্ষেত্রে এতে কিছু যায়-আসে না। বিশেষত কসোভোয় জন্ম নিয়েছে এমন একজনের সন্তান হিসেবে আমার মনে হয়েছে যে আমাদের মানুষদের ও পুরো সার্বিয়াকে সমর্থন জানানো দরকার। ’ 

‘আমার অবস্থান পরিষ্কার- আমি যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বিপক্ষে যেটা আমি সবসময় জনসম্মুখে বলেছি। সবার জন্য আমার সহানুভূতি আছে কিন্তু কসোভোতে যেটা হচ্ছে সেটা আন্তর্জাতিক আইনের একটি নজির। আমি খুবই দুঃখিত পরিস্থিতিটির জন্য- কসোভো আমাদের হৃদয়, সুরক্ষিত আশ্রয়, ঐতিহাসিকভাবে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় লড়াই সেখানে হয়েছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রম ও মন্দির ওখানে। ’

বাংলাদেশ সময় : ১৭৩৮ ঘণ্টা, ৩০ মে, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।