ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফিরলেন ‍দিয়া অপেক্ষায় রোমান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ফিরলেন ‍দিয়া অপেক্ষায় রোমান

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আর্চারি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩ এ অংশগ্রহণ করতে আজ দেশে  ছেড়েছে বাংলাদেশ  আর্চারি দল। রিকার্ভ এবং কম্পাউন্ড বিভাগে খেলবে বাংলাদেশ।

ফর্মের কারণে আগের টুর্নামেন্টে দিয়া সিদ্দিকী দলের বাইরে থাকলেও এবারের আসরে ফিরেছেন তিনি। তবে নিষেধাজ্ঞার কারণে এখনোও আন্তর্জাতিক আসরে ফিরতে পারছেন না রোমান সানা।

দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। জাতীয় পর্যায়ের খেলায় ফিরলেও আন্তর্জাতিক খেলায় ফিরতে পারেননি রোমান। অলিম্পিকে খেলার প্রস্তুতির জন্য রোমানের  দ্রুতই আন্তর্জাতিক খেলায় প্রয়োজন বলে মনে করেন সকলেই।  

দেশের আরেক অলিম্পিয়ান আর্চার দিয়া সিদ্দিকী ফর্মহীনতার কারণে শেষ টুর্নামেন্টে দলের বাইরে ছিলেন। এবার আর্চারি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩ এ দলে ফিরেছেন তিনি।

সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় সিঙ্গাপুর গেছে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আর্চারি দল।

রিকার্ভ পুরুষ দলে রয়েছেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম,  রামকৃষ্ণ সাহা। রিকার্ভ মহিলা দলে রয়েছেন দিয়া সিদ্দিকী, জ্যোতি রানী, সীমা আক্তার শিমু।

কম্পাউন্ড পুরুষ দলে রয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব,  মো. সোহেল রানা। কম্পাউন্ড নারী দলে রয়েছেন বন্যা আক্তার, শ্যামলী রায়,  পুস্পিতা জামান।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, ০৪ জুন, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।