ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

২০ বছর পর র‍্যাংকিংয়ে সেরা ১০০’র বাইরে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
২০ বছর পর র‍্যাংকিংয়ে সেরা ১০০’র বাইরে নাদাল

ইনজুরির কারণে খেলতে পারেননি নিজের সবচেয়ে প্রিয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। তাই র‍্যাংকিংয়ে যে বড়সড় পতন ঘটতে যাচ্ছে তা আগে থেকেই অনুমিত ছিল।

দিনশেষে সেটাই হয়েছে। ২০ বছর পর র‍্যাংকিংয়ে সেরা ১০০’র বাইরে ছিটকে গেলেন রাফায়েল নাদাল।

ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে টপকে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। এবার ফিরে পেলেন হারানো শীর্ষস্থানও। দুই ধাপ এগিয়ে চূড়ায় আছেন তিনি। এক ধাপ করে নিচে নেমেছেন কার্লোস আলকারাস (২) ও দানিল মেদভেদেভ (৩)। ফেলিক্স অজার ইয়াসিমকে এক ধাপ পেছনে ফেলে সেরা দশে ঢুকেছেন কারেন খাচানোভ।

তবে নাদালের অবনমন হয় ১২১ ধাপ। ২ হাজার পয়েন্ট হারানোর পর তার পয়েন্ট এখন কেবল ৪৪৫।  দীর্ঘসময় ধরে নিতম্বের ইনজুরিতে ভোগা এই স্প্যানিশ তারকা কবে র‍্যাকেট হাতে ফিরবেন তা অনিশ্চিতই বলা যায়। যদিও দিয়েছেন অবসরের ইঙ্গিত। আগামী বছরই হয়তো কোর্ট থেকে বিদায় নেবেন ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়।

এদিকে মেয়েদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ফ্রেঞ্চ ওপেনজয়ী ইগা সিওনতেক। এক বছরেরও বেশি সময় ধরে সিংহাসনে বসে আছেন তিনি। চার বছরে এনিয়ে তৃতীয়বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন এই পোলিশ তারকা।  

র‍্যাংকিংয়ের তিনে উঠেছেন উইম্বলডনজয়ী এলিনা রিবাকিনা। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমেছেন জেসিকা পেগুলা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।