ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩

টেবিল টেনিস এককে রুমেল খান, দ্বৈতে রুমেল ও চঞ্চল জুটি সেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
টেবিল টেনিস এককে রুমেল খান, দ্বৈতে রুমেল ও চঞ্চল জুটি সেরা

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে চলছে ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৩’।

আজ মঙ্গলবার (২০ জুন) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে টেবিল টেনিস ইভেন্টের একক ও দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়।

পল্টনস্থ শহীদ তাজউদ্দিন উডেনফ্লোরে টেবিল টেনিস এককের ফাইনালে মাহমুদুন্নবী চঞ্চলকে হারিয়ে রুমেল খান চ্যাম্পিয়ন হয়েছেন। এটি এককে রুমেল খানের সপ্তম শিরোপা। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন শামীম হাসান।

এদিকে টেবিল টেনিস দ্বৈতের ফাইনালে শামীম হাসান ও সাফিউর রহমান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন সামসুল আরেফিন ও সাজ্জাদ হোসেন মুকুল জুটি। আগামীকাল কল ব্রিজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এবার ৮টি ডিসিপ্লিনের মোট ১২টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, শুটিং, আর্চারি, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) ব্রিজ (কল ব্রিজ ও টোয়েন্টি নাইন) ও সাঁতার। সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি থাকছে সেরা দুই রানার-আপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য থাকছে মেডেল ও অর্থ পুরস্কার।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।