ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের সাফল্যে মোড়ানো দিন

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের সাফল্যে মোড়ানো দিন

জার্মানির রাজধানী বার্লিনের বিশেষ অলিম্পিকে সাফল্যময় আরো একটা দিন পার করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত সাতটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ।

বিশেষ করে সাঁতারে তিনটি স্বর্ণের সাথে একটি রৌপ্য এসেছে ঝুলিতে। ব্যাডমিন্টনেও এসেছে একটি স্বর্ণ পদক।  

সাঁতারে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে লেভেল এ এর এমও ওয়ানে স্বর্ণ পদক পান মো: ওয়াদুদ কবির তনম, একই লেভেলের এম ও ফোর গ্রুপের ২৫ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য জেতেন সাঁতারু মো: পায়িম মিয়া। ফ্রিস্টাইল রিলের চার গুণ ২৫ মিটারে ছেলেদের গ্রুপের এম ও ওয়ানে স্বর্ণ জেতেন আরিফ আরমার রোহান, মোঃ ওয়াদুদ কবির তনম ও মো: পায়িম মিয়া এবং মো: শাহীন। মেয়েদের সাঁতারের এফ ও ওয়ান গ্রুপও পেয়েছে স্বর্ণ। এই ইভেন্টে ফ্রিস্টাইলে মোসাম্মৎ জুথি খাতুন, মোসাম্মৎ রুপালি খাতুন, মোসাম্মৎ ওয়াকিয়া ও মাহিমা আক্তার বাংলাদেশের হয়ে গৌরব অর্জন করেন।

অন্যদিকে ব্যাডমিন্টনেও বড় সাফল্য দেখিয়েছে দেশের প্রতিযোগীরা। ডাবল মিক্স এ ম্যাকাও, গুয়েতেমালা ও পাকিস্তানকে পরাজিত করে স্বর্ণ জেতেন। প্রতিযোগী কে এম ফারদিন সোম ও পান্না আক্তার।  
ভাল শুরু ছিল মেয়েদের ফুটবলেরও। এদিন সৌদি আরবকে ৯-০ গোলের বিশাল ব্যাবধানে হারায় বাংলাদেশ। আর ভলিবল দল সরাসরি দুই সেটেই পরাজিত করে সার্বিয়াকে। দুরন্ত ছিল হ্যান্ডবল দলও।

২০০ মিটার দৌড়ে স্প্রিন্টার বিপ্লব জিতে নেন সোনা। একই লেভেলের ডিভিশনে রৌপ্য পদক পায় তানজুম। বোচেতেও এসেছে কাঙ্খিত সাফল্য। এমও টু এবং এম টুয়েন্টি ওয়ান টিমের মোহাম্মদ নাইম ইসলাম ও তৌহিদ ইমাম তামিম সোনা উপহার দেন এম ও টু আর এম টুয়েন্টি ওয়ানকে।  

হ্যান্ডবলে নারীদের প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানিকে ১৫-১১ পয়েন্টে এবং পুরুষ দল ভারতকে ১৯ -১১ পয়েন্টের সরাসরি সেটে হারায় নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচে।

ভারতের বিপক্ষে জয়  দিয়ে শুরু হয় ভলিবল মিশ্র ইভেন্ট। সরাসরি সেটে তারা হারিয়েছে ভারতকে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ভারতকে স্কোর করতে দেয়নি বাংলাদেশ দল। ম্যাচের শুরু থেকেই শক্তিশালী ভারতকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের ভলিবল দল।

তবে হেরেছে মেয়েদের বাস্কেটবল দল। মেসোডোনিয়ার বিপক্ষে দারুণ ম্যাচ উপহার দিলেও ১১ -৮ ব্যাবধানে হেরে যেতে হয়। তাতে কিছুটা মন খারাপ হলেও পরের ম্যাচগুলো জিততে প্রত্যয়ী গোটা দল।

বাংলাদেশ দলের কর্মকর্তা ও কোচদের আশা সবগুলো ম্যাচে ভাল ফলাফলোর পাশাপাশি দেশের বিশ্ব স্পেশাল অলিম্পিকের মত বড় আসরে দেশের সুনাম  অক্ষুণ্ণ রাখা।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।