ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এবার সার্ফিংয়ের পাশে দাঁড়ালো বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এবার সার্ফিংয়ের পাশে দাঁড়ালো বিসিবি

আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন সময়ে ছোট ফেডারেশনগুলোর পাশে দাঁড়াতে দেখা যায় তাদের।

এবার বিসিবি তাদের সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের দিকে।

আগামী ৬ থেকে ১৮ জুলাই মালদ্বীপে হবে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও। এজন্য সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছিল বিসিবির কাছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছাতে সার্ফিং অ্যাসোসিয়েশনকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শনিবার সার্ফিং ফেডারেশনকে পাঁচ লাখ টাকা হস্তান্তর করেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে। ছোট ফেডারেশনগুলোর জন্য বিসিবিকে ‘অক্সিজেন’ হিসেবে দাবি করেন তিনি।

মোয়াজ্জেম বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের ফেডারেশন একেবারে নতুন। ফেডারেশন নতুন হলেও সবকিছু অনেক ব্যয়বহুল, প্রচুর অর্থ ব্যয় করতে হয়, সার্ফিং বোর্ডের দাম বেশি। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের মাঠ লাগে না। মাননীয় প্রধানমন্ত্রী এক একর জায়গা দিয়েছে, ওখানে একটা ইন্সিটিটিউট করবো। ’

‘সার্ফিং দিয়ে পর্যটন শিল্পকে সম্প্রসারন করতে পারি আমরা। এখানে ভালো টুর্নামেন্ট করলে সর্ববৃহৎ সমুদ্র সৈকত সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটা অনুধাবন করতে পারছে। এর আগেও ক্রিকেট বোর্ড আমাদের পঞ্চম সার্ফিং প্রতিযোগিতায় স্পন্সরর হয়েছিল। আমি মনে করি ক্রিকেট বোর্ড আমাদের ছোট ফেডারেশনগুলোর জন্য অক্সিজেনের মতো হয়ে যাচ্ছে। তারা যেভাবে সহযোগিতা করছে, হয়তো আমাদের বেশিদিন পেছন ফিরে তাকাতে হবে না। ’

বাংলাদেশ সময় : ১৭১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।