ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিয়ের কথা আগেই জানাতে চাননি দিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
বিয়ের কথা আগেই জানাতে চাননি দিয়া

বিয়ে করতে চলেছেন দেশের অন্যতম সেরা দুই আর্চার রোমান সানা-দিয়া সিদ্দিকী। সেই উপলক্ষে আজ জাতীয় আর্চারির শেষ দিনে শিরোপা জয়ের উৎসব ছাড়াও অন্যরকম এক উৎসবের আমেজ ছিল টঙ্গির আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে।

 

বিয়ের পিঁড়িতে বসতে চলা এই জুটি মিশ্র দ্বৈতেও খেলেছেন একসঙ্গে। স্বর্ণ পদক না জিততে পারলেও একক ইভেন্টে সেরা হয়েছেন দুই জনই। ইভেন্ট শেষেই বিয়ের সংবাদের শিরোনাম হতে হচ্ছে তাদের। যদিও এমনটা চাননি দিয়া। তিনি বলেন, ‘আমি জানতাম আমাদের বিয়ের খবর জানাজানি হলে এটা নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হবে। এটা খেলার মাঝে হোক আমি চাইনি। এখন আমাদের খেলার চেয়ে বিয়ের খবর নিয়েই সকলে কথা বলছে। এই টুর্নামেন্ট শেষ হলে আমরা সকলকে জানাতাম। ’

দিয়া ও রোমানের মধ্যে পরিণয় ছিল বেশ কয়েক বছর ধরে। নিজেদের মন দেওয়া-নেওয়া শেষে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছেন আগামী ৫ জুলাই। দিয়ার বাড়ি নীলফামারীতে ৫ জুলাই অনুষ্ঠান শেষে ৮ জুলাই রোমান সানার বাড়িতে অনুষ্ঠান। রোমান ও দিয়া দুই জনই দুই জনের বাড়িতে আর্চারি এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের দাওয়াত দিয়েছেন ও দোয়া চেয়েছেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি। ’

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।