ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জোকোভিচকে পেছনে ফেলে আবারও শীর্ষে আলকারাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
জোকোভিচকে পেছনে ফেলে আবারও  শীর্ষে আলকারাস

দুয়ারে কড়া নাড়ছে উইম্বলডন। ঘাসের কোর্টে দারুণভাবেই প্রস্তুতি সারলেন কার্লোস আলকারাস।

কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা উচিয়ে ধরেছেন এই স্প্যানিশ টেনিস তারকা। তাতে র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে তার। সদ্য ফেঞ্চ ওপেন জেতা নোভাক জোকোভিচকে পেছনে ফেলে বসেছেন সিংহাসনে।

কুইন্স ক্লাবের ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৪,৬-৪ গেমে হারান আলকারাস। ঘাসের কোর্টে এটাই তার প্রথম শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে তিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় নিজের নাম রাখার আনন্দই আলাদা। এখানে জিতে উইম্বলডনেও আমি শীর্ষবাছাই হিসেবে নামতে পারব। এই প্রতিযোগিতার শুরুটা আমার ভাল হয়নি। ঘাসের কোর্টে মানিয়ে নিতে কষ্ট হয়েছে। এমনিতে সপ্তাহটা দারুণ গেল। যা উইম্বলডনে আমাকে সাহায্য করবে। ’

ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন আলকারাস। ২০২২ সালে উঁচিয়ে ধরেন ইউএস ওপেনের শিরোপা। যদিও এর আগে থেকেই টেনিসের ভবিষ্যৎ 'নাদাল' বলা হয় তাকে। চোটের কারণে উইম্বলডনে যদিও খেলছেন না রাফায়েল নাদাল। তাই উইম্বলডনে জোকোভিচের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলকারাসকেই ধরা হচ্ছে।

আলকারাস বলেন, ‘এক নম্বরে ওঠার লড়াইটা আমাকে খুব সাহায্য করছে। আলাদা উৎসাহ দিচ্ছে। আমার মনে হয় এই শীর্ষস্থান দখলের জন্য নোভাকের সঙ্গে সুন্দর একটা লড়াই হচ্ছে। এই সপ্তাহে যা শিখেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘাসের কোর্টে কীভাবে নড়াচড়া করতে হয়। সেটা এখন ভালই পারছি। সপ্তাহের শুরুর দিকে যা নিয়ে আমার মধ্যে কিছুটা আত্মবিশ্বাসের অভাব ছিল। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন বহু বছর ঘাসে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। ’

এদিকে, আগামী ৩ জুলাই থেকে শুরু হবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন।


বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।