ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লাখ টাকার টেবিল টেনিসে চ্যাম্পিয়ন শাওন স্টর্ম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
লাখ টাকার টেবিল টেনিসে চ্যাম্পিয়ন শাওন স্টর্ম


শাওন স্ম্যাশ আপ টেবিল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শাওন স্টর্ম।  কলাবাগান ল্যাব অ্যাইড আইকনিক ভবনে অনুষ্ঠিত ফাইনালে শাওন স্টর্ম ৩-০ সেটে হারিয়েছে উত্তরা টিটি একাডেমিকে।

 

শাওন স্টর্মের হয়ে খেলেছেন মানস চৌধুরী, জাভেদ আহমেদ ও মুফরাদুল খায়ের হামজা। আর উত্তরা টিটি একাডেমির হয়ে খেলেছেন মাসুদ রানা পরাগ, রিফাত মাহমুদ সাব্বির, জুবাইর আহমেদ।  

এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে শাওন স্ট্রোম হারায় আসাদ টিটি দলকে। এরপর দ্বিতীয় সেমিফাইনালে উত্তরা টিটি একাডেমি জয় পায় মোহাম্মদ আলী ফাইটার্স দলের বিপক্ষে।  

এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে-শাওন স্টর্ম, ধানমন্ডি টিটি ক্লাব, ফিউচারস স্পোর্টিং ক্লাব, উত্তরা টিটি একাডেমি,  মিরপুর টিটি একাডেমি, শাওন এভারগ্রিন, মোহাম্মদ আলী ফাইটার্স, এলিটস টিটি ক্লাব, ব্রেইনক্রাফট টিটি ক্লাব, আসাদ টিটি দল, টিম ডার্ক হর্স, লালবাগ লিওপার্ডস। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন শাওন গ্রুপের পরিচালক ফরহাদ শরীফ।  

টুর্নামেন্টের প্রাইজমানি ১ লাখ টাকা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা। রানার্স আপ ৩০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্ট দুই দলকে দেওয়া হয়েছে ১০ হাজার করে টাকা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ কিসলু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ক্যাপ্টেন মাকসুদ আহমেদ, পৃষ্ঠপোষক ফরহাদ শরীফ।  

ফেডারেশনের বাইরে প্রথমবারের মতো ব্যক্তিপর্যায়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে এমন বড় মাপের টেবিল টেনিস টুর্নামেন্ট। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে শাওন স্টর্ম। দলের অন্যতম সেরা খেলোয়াড় মানস চৌধুরী স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত, ‘সামনেই আগামী ২২ জুলাই থেকে শুরু হবে জাতীয় চাম্পিয়নশিপ। এর আগে এটা আমাদের জন্য প্রস্তুতিমূলক মহড়া হয়ে গেল। ব্যক্তিগতভাবে জাতীয় দলের খেলোয়াড়েরা আসায় টুর্নামেন্টের মর্যাদা বেড়েছে। এরকম টুর্নামেন্ট আমরা শুধু ব্যক্তি পর্যায়ে নয় ফেডারেশন থেকেও নিয়মিতভাবে আশা করি। এখানে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড় অংশ নিয়েছে তারাও নতুন একটা প্লাটফর্ম পেয়েছে খেলাধুলা চর্চা করার জন্য। ’

টুর্নামেন্টের আয়োজক ও প্রধান সমন্বয়ক জাতীয় দলের খেলোয়াড় জাভেদ আহমেদ। এই টুর্নামেন্টে তিনি প্রচুর সাড়া পেয়েছেন। টুর্নামেন্ট শেষে তার মুখে ছিল স্বস্তির হাসি, ‘এখানে যত জাতীয় দলের খেলোয়াড় তাদের প্রতি কৃতজ্ঞ। ওদের জন্যই এত সুন্দরভাবে টুর্নামেন্টটি শেষ করতে পেরেছি। আমি আমাদের পৃষ্ঠপোষক ফরহাদ শরীফের সঙ্গে আলোচনা করেছি। তিনিও এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত। পরবর্তীতে আশা করি বড় পরিসরে আরও বেশি খেলোয়াড় নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারব। ’

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১৬ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।