ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সরে গেল ভিক্টোরিয়া, অনিশ্চয়তায় ২০২৬ কমনওয়েলথ গেমস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
সরে গেল ভিক্টোরিয়া, অনিশ্চয়তায় ২০২৬ কমনওয়েলথ গেমস

বাজেট বেড়ে যাওয়ার কারণে ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে গেল অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়া। তাই গেমসটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

গত বছরের এপ্রিলে আয়োজকস্বত্ব পেয়েছিল ভিক্টোরিয়া। প্রাথমিকভাবে তারা ধারণা করেছিল গেমসটির পেছনে খরচ হবে আনুমানিক ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু প্রকৃত পক্ষে খরচ ছাড়িয়ে যাবে প্রায় ৭০০ কোটি ডলারে। যা অনেক বেশি মনে হচ্ছে ভিক্টোরিয়া রাজ্যের কাছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস।

তিনি বলেন, ‘এই পদে থেকে আমি অনেক কঠিন ঘোষণা দিয়েছি, অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটা তার মধ্যে অন্যতম নয়। সত্যি বলতে একটি স্পোর্টিং ইভেন্টের জন্য ৭ বিলিয়ন ডলার খরচ আমরা করছি না। আমি হাসপাতাল ও স্কুল থেকে টাকা নিয়ে এমন ইভেন্ট আয়োজন করব না যেটাতে গত বছর যা বাজেট করা হয়েছিল, তার থেকে তিন গুণ খরচ হবে। ২০২৬ সালে গেমস ভিক্টোরিয়ায় হবে না। আমরা কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষকে চুক্তি বাতিলের জন্য আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। ’

১৯৩০ সালে থেকে প্রতি চার বছর পর আয়োজিত হচ্ছে কমনওয়েলথ গেমস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কেবল একবারই বাতিল হয়েছিল তা। এবারের আসরে  ২০ টি খেলার ২৬টি ডিসিপ্লিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভিক্টোরিয়ার পাঁচ অঞ্চলে-জিলং, ব্যালারাট, বেন্ডিগো, জিপসল্যান্ড ও শেপার্টন। এর প্রতিটিতেই অ্যাথলেটদের জন্য নিজস্ব ভিলেজ থাকার কথা ছিল। অ্যান্ড্রুস জানান, তার দল অঞ্চলের সংখ্যা কমিয়ে আনার ও পুরো গেমস ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে সরিয়ে আনার পরিকল্পনা করেছিল। কিন্তু কোনোটাই সম্ভব ছিল না।

ভিক্টোরিয়া রাজ্যের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ। তবে এর সমাধান বের করতে দৃঢ়প্রতিজ্ঞ। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা হতাশ কারণ আমাদের কেবল আট ঘণ্টার নোটিশ দেওয়া হয়েছিল এবং যৌথভাবে এই পরিস্থিতির সমাধান খোঁজার জন্য আলোচনার ব্যাপারটি বিবেচনায় রাখা হয়নি। ’

এদিকে ভিক্টোরিয়ার বিরোধী দলীয় নেতা জন পেসুটো বলেন, এই সিদ্ধান্ত রাজ্যের জন্য ব্যাপক অবমাননার এবং বৈশ্বিক ইভেন্ট নেতা হিসেবে এর খ্যাতির জন্য চরম ক্ষতিকর।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।