ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্যারা আর্চারির যাত্রায়ও নিশিথ দাস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
প্যারা আর্চারির যাত্রায়ও নিশিথ দাস

বাংলাদেশের আর্চারির যাত্রার শুরু থেকেই ছিলেন ভারতীয় কোচ নিশিথ দাস। তার হাতেই এই দেশের আর্চারির ভিত গড়া হয়।

এরপর মার্টিন ফ্রেডরিকের অধীনে এগিয়ে যাচ্ছে আর্চারির পথচলা। আবারও ফিরছেন নিশিথ দাস। তবে এবার প্যারা আর্চারিতে।

প্যারা আর্চারি নিয়ে পাঁচ দিনের একটি কর্মশালা আয়োজিত হয়েছে। আজ (১৮ জুলাই) ছিল তার শেষ দিন। নিশিথ দাসই এই কর্মশালার পরিচালনা করেছেন। এখান থেকে ছয়জন প্যারা আর্চার নিয়ে ক্যাম্প শুরু হবে। কয়েকদিনের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে ক্যাম্পটি। যা চলবে প্যারা এশিয়ান গেমস পর্যন্ত।  

ক্যাম্পে নিশিথ দাসের সঙ্গে দেশীয় কোচ হিসেবে থাকবেন ফরিদপুরের আরর্চার মো. হজরত আলী। আগামী ১৫ অক্টোবর থেকে চীনের হাংজুতে প্যারা এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, সাতার ও অ্যাথলেটিক্সের পাশাপাশি আর্চারিও সেই গেমসে অংশগ্রহণ করবে। নিশীথকে প্যারা এশিয়ান গেমস পর্যন্ত রাখবে বাংলাদেশ প্যারা আর্চারি এসোসিয়েশন।


বাংলাদেশে পুনরায় কাজের সুযোগ পেয়ে বেশ খুশি ভারতীয় কোচ নিশিথ, ‘বাংলাদেশে আর্চারির ভিত আমার হাতেই গড়া। তখন সবাই নতুন খেলোয়াড় ছিল। প্যারা আর্চারিও নতুন। এখানের ভিতও আমি গড়ব। আশা করি এখানেও ভালো কিছু করতে পারব। ’

নিশিথকে পুনরায় আনার কারণ সম্পর্কে প্যারা আরচ্যারি এসোসিয়েনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘সে বাংলাদেশ আর্চারির অংশ। তাই তাকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।