ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এশিয়ান গেমসে ইমরানুরকে ঘিরেই প্রত্যাশা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এশিয়ান গেমসে ইমরানুরকে ঘিরেই প্রত্যাশা

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এবার স্প্রিন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে শুধু ইমরানুর রহমানই যাচ্ছেন।

অ্যাথলেটিক্স ফেডারেশন একটি রিলে টিম পাঠাতে চেষ্টা করলেও অনুমতি মেলেনি। ফলে এশিয়ান গেমসে স্প্রিন্টে বাংলাদেশের প্রত্যাশা ইমরানুকে ঘিরেই।

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে শুধু ইমরানুর রহমান অংশ নেবেন। আমরা একটা রিলে টিম পাঠানোর চেষ্টা করেছিলাম। কিন্তু বিওএ একজনের বেশি অ্যাথলেট পাঠাবে না। ’ 

রিলে টিম না পাঠানোর বিষয়ে অলিম্পিকের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য নেই বলে জানিয়েছেন মন্টু। তিনি বলেন, ‘অলিম্পিকের বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। এশিয়ান গেমসে ইমরানুরকে নেওয়া হয়েছে শুধু। আমরা রিলে টিমটাকে চেয়েছিলাম... কিন্তু এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাইছি না। ’

ইমরানুরকে ঘিরে বড় প্রত্যাশা অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকের। তিনি বলেন, ‘এশিয়ান গেমসে ইমরানুর ফাইনাল রাউন্ডে খেলুক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এমন একটা টাইমিং করুক, যে টাইমিং করলে অলিম্পিকেও সরাসরি উতরে যেতে পারে। এই দুইটা লক্ষ্য নিয়ে আমরা তাকে এশিয়ান গেমসে পাঠাচ্ছি। ’

এশিয়ান গেমসের আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দৌড়বেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। হাঙ্গেরির বুদাপেস্টে ১৯ থেকে ২৭ আগস্ট বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর।

কিছুদিন আগেই ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ইমরানুর ক্যারিয়ার সেরা টাইমিং করে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন। তাকে নিয়ে ফাইনালের আশাও করেছিল সবাই। তবে সেমিফাইনালে ৮০ মিটার পর্যন্ত ভালো অবস্থানে থেকেও হোঁচট খেয়ে শেষটা ভালো করতে পারেননি। যে কারণে, অল্পের জন্য তার ফাইনালে ওঠা হয়নি। মন্টু বলেন, ‘ওর শক্তির জায়গাটা কিন্তু ৬০ মিটার, ও এটা দেখিয়েছে। ১০০ তে ও ১০.২৫ করেছে, ফাইনালে ১০.৩৮। সেমিফাইনালে পায়ে একটু হোঁচট খেয়েছিল, যে কারণে ও ঠিকঠাক করতে পারেনি। এশিয়ান গেমস সামনে, আমাদের প্রত্যাশা ও এখানে ভালো করবে। ভালো পজিশনে যাবে। ফাইনাল রাউন্ডটা আমাদের জন্য অনেক কিছু। যদি ১০.১০ ও করতে পারে, তাহলেও আশা করি ও অলিম্পিকে যাবে। ’ 

কিছুদিন আগেও চাকরির পাশাপাশি ট্রেনিং করতে হতো ইমরানুরকে। নিজের আর্থিক সচ্ছলতার জন্য চাকরি করেত হতো তাকে। তবে এখন পুরো সময় ট্রেনিং করছেন ইমরানুর। তাকে বাংলাদেশ থেকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তাও। এই বিষয়ে মন্টু বলেন, ‘সে এখন ফুল টাইম ট্রেনিং করছে। তার সুবিধাগুলো বাড়ানো হচ্ছে। যেন ১০০ মিটারে যে ভালো করতে পারে। সে বিশ্বের অন্যতম সেরা জায়গায় ট্রেনিং করছে। যে সুবিধা বাংলাদেশে নেই। সাফল্যের থিওরিটা কিন্তু ওরা জানে। এ জন্যে তাকে ইংল্যান্ডে রেখে অলিম্পিক আর্মিদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায় আমরা ভালো একটা সমর্থন দিচ্ছি তাকে। আগামী মাসেও তাকে ৮ লাখ টাকা পাঠানো হবে, অলিম্পিক পাঠিয়েছে। তার যেন কোনও সমস্যা না হয়। এটাকে হাই পারফরম্যান্স ট্রেনিং বলে। আগে সে ফুল টাইম করত না, এখন সে ফুল টাইম অনুশীলন করছে। আগে সে খণ্ডকালীন কাজ করত, এখন সেসব করতে দিচ্ছি না আমরা। তাকে সে সাহায্যটা আমরা করছি। ’

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ২০ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।