ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইস্যু পেলেই বাফুফেকে প্রশ্নবিদ্ধ করা হয়: সাবিনা খাতুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
ইস্যু পেলেই বাফুফেকে প্রশ্নবিদ্ধ করা হয়: সাবিনা খাতুন

সাতক্ষীরা: মহিলা ফুটবলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ফেডারেশনের। অথচ ইস্যু পেলেই বাফুফেকে প্রশ্নবিদ্ধ করা হয় বলে মন্তব্য করেছেন জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দুটি ম্যাচ শেষে এক প্রেস মিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

এ সময় টুর্নামেন্টের আয়োজন প্রসঙ্গে মূল উদ্যোক্তা হিসেবে সাবিনা বলেন, আমার লক্ষ্য ছিল বাংলাদেশে মহিলা ফুটবলের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সেটা তুলে ধরা এবং খুব সামনে থেকে যেন সবাই সেটা দেখতে পায়, সেই উদ্যোগ নেওয়া। সেজন্যই এ টুর্নামেন্টের আয়োজন। পাশাপাশি সাতক্ষীরার মানুষ দেখুক, যেহেতু আমি বাংলাদেশকে রিপ্রেন্ট করছি। পাশাপাশি সাতক্ষীরার আরও দুই তিনটা মেয়ে ন্যাশনাল টিমে আছে, তাই এটা আমাদের রেসপন্সিবিলিটির ব্যাপার। পাশাপাশি সাতক্ষীরার ফুটবলটা যেন থেমে না যায়, সাতক্ষীরার ফুটবলটা যেন চলমান থাকে সেজন্য এ উদ্যোগ।  

এ সময় সাতক্ষীরায় জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচে অংশ নেওয়ার ব্যাপারে বাফুফে জানে না বলে গণমাধ্যমে খবর এসেছে, এর জন্য আসলে বাফুফের অনুমোদন লাগে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে আমি একটা কথা বলি, আপনারা আসলে বাফুফেকে প্রশ্নবিদ্ধ করেন। কোনো ইস্যু পেলে বাফুফেকে সব সময় অ্যাটাক করা হয়। এর মাধ্যমে উনাদের কাছে প্লেয়াররা কালারিং হয়, পাশাপাশি তাদেরও সম্মান হানি হয়। ভালো কিছু যখন হচ্ছে, আপনারা নেগেটিভ কথাবার্তা কেন বলেন, আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। সবার আগে আপনাদের কাছে প্রশ্ন, সাতক্ষীরাতে এমন একটা আয়োজন, সাতক্ষীরার গ্যালারি ভর্তি মানুষ, এতে তো আপনাদের খুশি থাকার কথা। সেখানে নেগেটিভ কথাবার্তা আসার কোনো কারণ নেই। আপনারা যখন এ কথা-বার্তাগুলো অন্যভাবে ফেডারেশনে প্রেজেন্ট করেন, তখন তারা মেয়েদের ওপর নাখোশ হয় এবং তারাও প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং এটাকে সাধুবাদ দেন। মহিলা ফুটবলকে এত দূর এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে তো ফেডারেশনের সব থেকে বড় অবদান। সেই জিনিসটা যখন সারাদেশের মানুষ দেখছে, নেগেটিভ কথা-বার্তা না বলে এটাকে তো সাপোর্ট দেওয়া উচিত।

এশিয়ান গেমস নিয়ে আপনারা সবাই মিলে যে দাবি জানিয়েছিলেন, ফেডারেশন যদি এসব দাবি না মানে বা আংশিক মানে সেক্ষেত্রে আপনারা কী সিদ্ধান্ত নেবেন এমন প্রশ্নের জবাবে সাবিনা বলেন, আমরা কোনো দাবি-টাবি জানাইনি।  

প্রসঙ্গত, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সাতক্ষীরার মেয়ে। তার উদ্যোগে ও বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে গড়িয়েছে ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।