ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নতুন চ্যাম্পিয়ন পেল এলপিএল 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
নতুন চ্যাম্পিয়ন পেল এলপিএল 

২০২৩ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর পর্দা নেমেছে। ফাইনালে ডাম্বুলা অরাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বি-লাভ ক্যান্ডি।

রোববার রাতে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে হারিয়েছে বি-লাভ ক্যান্ডি। আগে ব্যাট করে ডাম্বুলা ১৪৮ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় বি-লাভ ক্যান্ডি।  

রান তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভালো শুরু পায় বি-লাভ ক্যান্ডি। পাওয়ার প্লেতে ক্যান্ডি বিনা উইকেটে ৪৭ রান তুলতে পারে। এরপর ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন হারিস। দ্বিতীয় উইকেটে মেন্ডিস ও দীনেশ চান্দিমাল যোগ করেন ৪৫ রান। ৩৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে বিদায় নেন মেন্ডিস।

কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন চান্দিমালও। ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর চাতুরাঙ্গা ডি সিলভা ডাক মেরে বিদায় নেন। পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও স্বপ্ন দেখতে শুরু করেছিল ডাম্বুলা। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিফ আলীর ব্যাটে জয় নিশ্চিত করে ক্যান্ডি। আসিফ ১০ বলে ১৯ রান করে আউট হলেও ম্যাথুজ ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলের সংর পায় ডাম্বুলা। ব্যাট হাতে দলটির ধনঞ্জয়া ডি সিলভা ৪০, সামারাবিক্রমা ৩৬ ও কুশল পেরেরা ৩১* রান করেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।