ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমস হকিতে উড়ছে বাংলাদেশ দল। আসরে প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা জয় তুলে নিয়েছে তারা।

আগের ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ ব্যবধানে হারানোর পর আজ উজবেকিস্তানের বিপক্ষে ৪-২ ব্যবধানের জয় পেয়েছে জিমি-আশরাফুলরা।  

চীনের গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটির দশম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন আশরাফুল ইসলাম। ১৭তম মিনিটে উজবেকিস্তানকে সমতায় ফেরান রুসলান করিমভ। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে বাংলাদেশ এগিয়ে যায় আবারও।

কিন্তু ম্যাচের ২৬তম মিনিটে আবারও সমতায় ফেরে উজবেকিস্তান। দলটিকে সমতায় ফেরান ওভিওখুলভ জনিবেক। পরের দুই অর্ধে দাপট দেখায় বাংলাদেশ। ৪২তম মিনিটে পেনাল্টি স্ট্রোক গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে নেন আশরাফুল ইসলাম। আর ৫২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন আমিরুল ইসলাম।

প্রথম ম্যাচে জাপানের কাছে ৭-২ এবং পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৫-২ গোলে হেরেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভার‍ত।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।