ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান গেমসে হতাশ করলেন শুটাররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এশিয়ান গেমসে হতাশ করলেন শুটাররা

এশিয়ান গেমসে আজ সকালে শুটিংয়ে আরেকটি হতাশার গল্প রচিত হয়েছে। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ১৪তম অবস্থান বাংলাদেশের।

৫৬২ স্কোর করেন দুই শুটার শাকিল ও আনজিলা আমজাদ অন্তর। এসএ গেমসে স্বর্ণজয়ী শাকিলের স্কোর ২৮০ আর আনজিলার ২৮২। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে ভারত আর রৌপ্য ও ব্রোঞ্জ যথাক্রমে চীন-ইরানের।

এছাড়া আজ সকালে বাংলাদেশের ভারত্তোলন খেলা ছিল। ৫৫ কেজি ওজন শ্রেণীতে বি গ্রুপে বাংলাদেশের ভারত্তোলক স্মৃতি আক্তার ১৬০ কেজি তুলে প্রথম স্থানে রয়েছেন। স্ন্যাচে ৭২ ও ক্লিন এন্ড জার্কে ৮৮ কেজি তোলেন স্মৃতি। বি গ্রুপের চার জন ভারত্তোলকের মধ্যে তিনি প্রথম স্থানে রয়েছেন। এ গ্রুপে অবশ্য শীর্ষ ভারত্তোলক রয়েছেন। সেই গ্রুপ থেকেই এই ইভেন্টের পদক আসার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।