ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান গেমস

বাস মিস করে খেলা হলো না কারাতেকা সানের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
বাস মিস করে খেলা হলো না কারাতেকা সানের

এশিয়ান গেমসে কারাতেতে ঘটেছে এক লজ্জার ঘটনা। কারাতেকা ভিলেজে থাকার পরেও নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারায় ব্যক্তিগত পুরুষ কারাতে ইভেন্টে অংশ নিতে পারেনি বাংলাদেশ।

ফুটবল ও ক্রিকেটের বাইরে গেমসে বাংলাদেশের সব অ্যাথলেট গেমস ভিলেজে থাকছেন। এখানে নির্দিষ্ট সময়ে ভেন্যুর উদ্দেশে বাস ছেড়ে যায়। আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় বাংলাদেশের কারাতে ইভেন্ট ছিল। এজন্য খেলোয়াড়রা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন। ম্যানেজার ও কোচ বিলম্ব করেন। কর্মকর্তারা সাড়ে সাতটার দিকে আসার পর আটটার বাস ধরেন। আটটার বাস যখন গেমস ভেন্যুতে পৌঁছান তখন খেলা শুরু হয়ে যায়।

একক কারাতেতে অংশ নেওয়ার কথা ছিল ২০১০ এসএ গেমসে সোনাজয়ী এই সানের। কিন্তু তাকে আর সুযোগই দেওয়া হয়নি। মেয়েদের ইভেন্টে নু মে মারমারও খেলা ছিল এদিন। তার ইভেন্টটি পরে হওয়ায় তিনি অবশ্য অংশ নিতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।