ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরছে অ্যাথলেটিক্স

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরছে অ্যাথলেটিক্স

২০২১ সালের জুলাই থেকে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান। এখনো পুরো সংস্কার কাজ শেষ হয়নি।

তবে এর আগেই এই ভেন্যুতে ফিরছে খেলা।

অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ সম্পূর্ণ হওয়ায় আগামী ২৬-২৮ অক্টোবর ১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু আসন্ন জাতীয় প্রতিযোগিতা সম্পর্কে বলেন, ‘আমরা জাতীয় অ্যাথলেটিক্স আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। প্রায় আড়াই বছর পর আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতে যাচ্ছি, যা আমাদের জন্য দারুণ বিষয়। আশা করি অ্যাথলেটরা নতুন টার্ফে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারবে। ’

জাতীয় অ্যাথলেটিক্সের প্রায় সকল ইভেন্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজনের ব্যবস্থা থাকলেও হ্যামার থ্রো আর্মি স্টেডিয়ামে পরিচালনা করবে ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।