কাজাখস্তানের পাভলোদার ওপেন দাবায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চতুর্দশ স্থান অর্জন করেছেন। জিএম নর্ম অর্জনের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
২০২৩ সাল জুড়েই একটি জিএম নর্মের জন্য বিভিন্ন টুর্নামেন্ট খেলছেন ফাহাদ। কয়েকটি টুর্নামেন্টের মধ্যে এবার কাজাখস্তানের তার পারফরম্যান্স ছিল সবচেয়ে ভালো। দুই জন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন এবং চারজনের বিপক্ষে ড্র করেছেন। এরপরও শেষ দুই রাউন্ডে হোঁচট খাওয়ায় জিএম নর্মের জন্য আরো অপেক্ষা বাড়ল ফাহাদের।
এই আসর থেকে ফাহাদ ১৫ রেটিং বৃদ্ধি করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার অদিত্য মিত্তাল ৮ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বেলারুশের গ্র্যান্ড মাস্টার নিকিতেনকো মিহাইল রানার-আপ ও রাশিয়ার গ্র্যান্ড মাস্টার বোচারভ দমিত্রি তৃতীয় হন। ১৮ টি দেশের ১৫ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৮৬ জন দাবাড়ু– অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এআর/এএইচএস