ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রুবেল-দিয়ার অলিম্পিক টিকিটের অপেক্ষা বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
রুবেল-দিয়ার অলিম্পিক টিকিটের অপেক্ষা বাড়লো ফাইল ছবি

অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের দুই সেরা আর্চার দিয়া সিদ্দিকী এবং হাকিম আহমেদ রুবেলের। থাইল্যান্ডের ব্যাংককে চলছে প্যারিস অলিম্পিকের এশিয়ান কোটার লড়াই।

সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন রুবেল-দিয়ারা। ফাইনালে উঠতে পারলেই অলিম্পিকের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের।  

সকালে অনুষ্ঠিত রিকার্ভ নারী এককে দিয়া লড়াই করেছেন। মালয়েশিয়ার প্রতিপক্ষ ডানিয়ার সঙ্গে দিয়া চার সেট পর্যন্ত ৪-৪ সমতা রেখেছিলেন। ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে দিয়া এক পয়েন্টের ব্যবধানে হেরে বিদায় নেন। প্রথম সেটে দিয়া ২৩-২৭ পয়েন্টে হারেন। দ্বিতীয় সেটে ২৭-২৫ পয়েন্টে জিতে কামব্যাক করেন।

তৃতীয় সেটে আবার মালয়েশিয়ার ডানিয়া জিতে ৪-২ সেট পয়েন্টে লিড নেয়। চতুর্থ সেটে ২৮-২৭ পয়েন্টে দিয়া জিতে ৪-৪ সমতা করেন। শেষ সেটে দিয়ার তিন তিরে ২৭ আর মালয়েশিয়ার ডানিয়া ২৮ স্কোর করলে ৪-৬ সেট পয়েন্টে হারে বাংলাদেশের অন্যতম সেরা আরচ্যার।  

ছেলেদের এককে রুবেল কোয়ার্টারে হংকংয়ের ইয়ন চাইয়ের সঙ্গে দুর্দান্ত লড়ে হেরেছেন। ৫-৫ সেটে সমতা হলে খেলা শুট অফে যায়। শুটঅফে রুবেলের তির বোর্ডে ৯ স্পর্শ করে। প্রতিপক্ষের তির দশের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশের রুবেল কোয়ার্টার থেকে বিদায় নেয়।

প্রথম সেটে রুবেল ২৪-২৬ পয়েন্টে হারেন। পরের সেটে রুবেল ফিরে আসেন ২৯-২৬ পয়েন্টে জিতে। তৃতীয় সেট ২৭-২৭ এ ড্র হয়। চতুর্থ সেটে রুবেল অত্যন্ত বাজে খেলে ২৩-২৭ পয়েন্টে হারেন। ম্যাচটিকে টাইব্রেকে নিতে হলে রুবেলের পঞ্চম ও শেষ সেটে জয়ের বিকল্প ছিল না। শেষ সেটে রুবেল ২৯-২৮ পয়েন্টে জিতে ৫-৫ সেট পয়েন্টে সমতা আনেন। টাইব্রেকে অবশ্য আর পারেননি রুবেল।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।