ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

কাবাডি খেলোয়াড় জাকির আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
কাবাডি খেলোয়াড় জাকির আর নেই

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় মো. জাকির হোসেন। অপারেশনের পর দীর্ঘদিন ধরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ইন্তেকাল করেছেন বিজিবির এই সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

জাকির হোসেন দুই বছর আগে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করলে ব্রেন টিউমারের অস্তিত্ব মেলে। অস্ত্রোপচার করে কিছু দিন ভালোও ছিলেন। গত কিছুদিন আবারও অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে থাকতে হয়েছিল। কিন্তু সেখান থেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।  

জাকির শুধু জাতীয় দলে খেলেননি। ভারতের প্রো কাবাডি লিগে দুবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আজই সাতক্ষীরার গ্রামের বাড়িতে জাকিরের মরদেহ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।